বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
The Daily Post

বাল্যবিয়ে প্রতিরোধে ছাত্রীদের সচেতন থাকতে হবে: ওসি মুরাদ

তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি 

বাল্যবিয়ে প্রতিরোধে ছাত্রীদের সচেতন থাকতে হবে: ওসি মুরাদ

ভোলা জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএমের দিকনির্দেশনায় তজুমদ্দিন থানার আয়োজনে তজুমদ্দিন হোসনেয়ারা চৌধুরী মহিলা কলেজে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অফিসার ইনচার্জ মো. মাকসুদুর রহমান মুরাদ।

ওসি বলেন, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ প্রতিরোধে ছাত্রীদের নিজেদের সচেতন এবং সতর্ক থাকতে হবে। মোবাইল ফোনের অপব্যবহার ও সাইবার নিরাপত্তা সম্পর্কে ছাত্রীদের সচেতন থাকতে হবে। গ্রামগঞ্জে গঠিত সামাজিক অপরাধ দমনে  পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন তজুমদ্দিন হোসনেয়ারা চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন, তজুমদ্দিন শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাদির হোসেন রাহিম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ কলেজের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রীরা।

টিএইচ